কখনো ভালবাসনি
করেছ শুধু অভিনয়
কাল সারা রাত বৃষ্টি ঝরেছিল অঝোরে|Kal sarart bristy jhorechilo|Asif akbar|Bangla lyrics
কখনো ভালবাসনি
করেছ শুধুই অভিনয়
জীবনের ডায়রিটা খুলে দেখি
এ আমার বড় পরাজয় ও ও ও
কখনো ভালবাসনি
করেছ শুধু অভিনয়
হারানো স্মৃতি হাত বাড়িয়ে
পিছু ডাকে আমাকে
পুরোনো কথা মনে পড়তেই
জল আসে দুচোখে
ও, হারানো স্মৃতি হাত বাড়িয়ে
পিছু ডাকে আমাকে
পুরোনো কথা মনে পড়তেই
জল আসে দুচোখে
পেয়েছ কি সুখ তুমি অবশেষে
তবে কেন ভেঙেছ হৃদয় ওওও
কখনো ভালবাসনি
করেছ শুধু অভিনয়
সুখেরি জীবন নষ্ট করে
দিয়েছ নিজেরি হাতে
চাইনা আমি ছলনার প্রেম
যে প্রেম জানে কাঁদাতে
ও, সুখেরি জীবন নষ্ট করে
দিয়েছ নিজেরি হাতে
চাইনা আমি ছলনার প্রেম
যে প্রেম জানে কাঁদাতে
সময়ের ব্যবধানে কেন তুমি আজ
পেলে না সুখের পরিচয় ওওও
কখনো ভালবাসনি
করেছ শুধু অভিনয়
কখনো ভালবাসনি
করেছ শুধু অভিনয়
জীবনের ডায়রিটা খুলে দেখি
এ আমার বড় পরাজয় ও ও ও
কখনো ভালবাসনি
করেছ শুধু অভিনয়