• Sat. Jan 25th, 2025

Kolkata Kolkata|(কোলকাতা) Moheener Ghoraguli| Lyrics

Bymelomasum

Jun 18, 2024
ভেসে আসে kolkata
কুয়াশা-তুলিতে আঁকা,
শহরতলির ভোর মনে পড়ে
কাঠচাঁপা আর কৃষ্ণচূড়ার
শৈশব শুধু খেলা করে।
স্মৃতির ভেতর ট্রামের ধ্বনি
বিবাগী সুর গড়ে,
এই প্রবাসে ক্যালেন্ডারের
পাতাই শুধু ঝরে,
kolkata ও  কলকাতা
কলকাতা  ও  কলকাতা।

গুলতি ছোঁড়া ঘুড়ি ওড়া
অগাস্ট-দুপুর কে দেবে ফিরে,
পরবাসের হৃদয় জুড়ে
এই অভিমান শুধু ভরে।
স্টীমার ঘাটের ভোঁ কেন আজ
আবার উদাস করে,
ভেসে আসে কলকাতা
শুধু কুয়াশার ভোরে,
কোলকাতা ও  কোলকাতা
কোলকাতা ও  কোলকাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *