যেতে যেতে হারিয়েছি সুদূর,
কত রাত জাগা গান লেখা ভাবনা
ধুয়ে গেছে, মুছে গেছে তার সব সুর। তারে একবার হাসানোর আর সুযোগ হয়না
তাই খোশ মেজাজি গানগুলো আর লেখা হয়না,
আর কথা হয় না,
তার মন ভালো কি খারাপ আর জানা যায় না। কিছু নিশ্চুপ জানালায় মাথা ঠেকে
সে লিখে না আর আমার তরে কবিতা,
তার ব্যস্ত সময়ের মাঝে
মনে বুনে না আর আমার ছবিটা। তার অভিমান ভাঙানোর আর সুযোগ হয় না
নানা অঙ্গভঙ্গি করে আর ক্ষমা চাওয়া হয় না,
আর কথা হয় না,
তার মন ভালো কি খারাপ আর জানা যায় না। কিছু এলোমেলো ভাবনারা মাথায়
ঘুরেফিরে ব্যথা দেয় ভীষণ,
চোখে জমে থাকা অশ্রুরা এখন
বলে কেঁদো না বাবা কান্না তো বারণ। সে আমার ডাকে আর জবাব দেয় না
তার ডাকনাম গুলো রাতভর আর ডাকা হয় না,
আর কথা হয় না,
তার মন ভালো কি খারাপ আর জানা যায় না,
আর কথা হয়না,
তার মন ভালো কি খারাপ আর জানা যায় না,
যায় না, যায় না, যেন ভেঙে গেছে মনের আয়না। tnx all