wellcome to melomasum.com
এই রুপালি রাত
তারার মেলায়
উকি দেয়া মেঘের ভেলায়
উদাসী মন শুধু হারায়
মন প্রয়োজন অনুভবে অপার
নীবিড় এক বাঁধনের বন্যায়
দূরে আছে, আমারি আশায়….
কতদিন দেখিনি দুচোখ,
নির্ঘুম চোখ, বন্ধু তোমায়
তুমি কি, এমন সময়,
তাকিয়ে আকাশ
ভাবছো আমায়?
কতদিন দেখিনি দুচোখ,
নির্ঘুম চোখ, বন্ধু তোমায়
তুমি কি, এমন সময়,
তাকিয়ে আকাশ
ভাবছো আমায়?
এই রাত এমন রাত
এখানে সব বলা যায়,
খুলে দাও মনের দ্বার
দেখো আছি পাশে তোমার,
ভাললাগা সব নিয়ে
সাদা মেঘ উরে যায়,
তুমি পাবে ছোঁয়া তার
পাঠালাম যা তোমায়…
কতদিন দেখিনি দুচোখ,
নির্ঘুম চোখ, বন্ধু তোমায়,
তুমি কি, এমন সময়,
তাকিয়ে আকাশ,
ভাবছো আমায়?
কতদিন দেখিনি দুচোখ,
নির্ঘুম চোখ, বন্ধু তোমায়
তুমি কি, এমন সময়,
তাকিয়ে আকাশ
ভাবছো আমায়?
মায়াময় এই রাতে শিশ
দিয়ে যায় যে হাওয়া
তোমারি জন্য গান
তোমাতেই পৃথিবী পাওয়া
জল জোছনার মাঝে
ভাললাগা ছড়ালাম
অনুরঙ্গে থেকে যাবে
তোমারি ভাবনায়…
কতদিন দেখিনি দুচোখ
নির্ঘুম চোখ, বন্ধু তোমায়
তুমি কি, এমন সময়
তাকিয়ে আকাশ
ভাবছো আমায়?
কতদিন দেখিনি দুচোখ
নির্ঘুম চোখ, বন্ধু তোমায়
তুমি কি, এমন সময়
তাকিয়ে আকাশ
ভাবছো আমায়?
এই রুপালি রাত
তারার মেলায়
উকি দেয়া মেঘের ভেলায়
উদাসী মন শুধু হারায়
মন প্রয়োজন অনুভবে অপার
নীবিড় এক বাঁধনের বন্যায়
দূরে আছে, আমারি আশায়….
কতদিন দেখিনি দুচোখ,
নির্ঘুম চোখ, বন্ধু তোমায়
তুমি কি, এমন সময়,
তাকিয়ে আকাশ
ভাবছো আমায়
কতদিন দেখিনি দুচোখ,
নির্ঘুম চোখ, বন্ধু তোমায়
তুমি কি, এমন সময়,
তাকিয়ে আকাশ
ভাবছো আমায়
thanks for visite