কতদিন দেখিনি তোমায়
তবু,মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম
আজ তবু ছায়া পড়ে রানী
কতদিন, কতদিন দেখিনি তোমায়
কতদিন তুমি নাই কাছে
তবু, হৃদয়ের, তৃষা, জেগে আছে
কত দিন তুমি নাই,কাছে,
তবু হৃদয়ের, তৃষা, জেগে আছে
প্রিয় যবে দূরে চলে যায়
সে যে আরও প্রিয় হয় জানি
কতদিন, কতদিন দেখিনি তোমায়
হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী
হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি,দুটি আঁখি পাতে
হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি,দুটি আঁখি পাতে
প্রেম সে যে মরিচীকা হায়
এ জীবনে এই শুধু মানি
কতদিন, কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
কতদিন, দেখিনি তোমায…