• Sat. Mar 15th, 2025

Lal Sari Poriya |লাল শাড়ি পড়িয়া কন্যা|Konna sohag|Bangla lyrics|

Bymelomasum

Dec 5, 2024
লাল শাড়ি পড়িয়া কন্যা রক্ত আলতা পায়

আমার চোখের জল মিশাইলা নিলানা বিদায়

তুমি ফিরাও চাইলা না একবার চইলা গেলা হায়

জানি আজ রাতে হইবা পরের আর ভাইব না আমায়

হুম…..হুম….হুম….

Nayano sarasi|নয়ন সরসী কেন ভরেছে জলে|Kazi nojrul islam|Bangla lyrics

চান্দের মত মুখটি যখন ভাসত নয়ন জলে

আদর কইরা মুইছা দিতাম গালে

ঘাটে আইসা পাশে বইসা জড়াইতে এই বুকে

ভুলব আমি এই কথা কেমনে

তবে ভালো ক্যান বাসিলা স্বপ্ন কেন দেখাইলা

ভালো ক্যান বাসিলা আমারে

তবে ভালো ক্যান বাসিলা স্বপ্ন কেন দেখাইলা

ভালো ক্যান বাসিলা আমারে

লাল শাড়ি পড়িয়া কন্যা রক্ত আলতা পায়

আমার চোখের জল মিশাইলা নিলানা বিদায়

চার বেহারার পালকি কইরা যখনগেলা সামনেদিয়া

শেষ দেখাও দিলা না আমারে

ফিরা আইসা দেখবা তুমি চইলা গেছি জগত ছাড়ি

পাইবা শুধু আমায় স্বপনে

তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা

কান্দিয়া ডাকিবা আমারে

তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা

কান্দিয়া ডাকিবা আমারে

লাল শাড়ি পড়িয়া কন্যা রক্ত আলতা পায়

আমার চোখের জল মিশাইলা নিলানা বিদায়

তুমি ফিরাও চাইলা না একবার চইলা গেলা হায়

জানি আজ রাতে হইবা পরের আর ভাইব না আমায়

হুম…..হুম….হুম….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *