লাল শাড়ি পড়িয়া কন্যা রক্ত আলতা পায় আমার চোখের জল মিশাইলা নিলানা বিদায় তুমি ফিরাও চাইলা না একবার চইলা গেলা হায় জানি আজ রাতে হইবা পরের আর ভাইব না আমায় হুম…..হুম….হুম…. Nayano sarasi|নয়ন সরসী কেন ভরেছে জলে|Kazi nojrul islam|Bangla lyrics চান্দের মত মুখটি যখন ভাসত নয়ন জলে আদর কইরা মুইছা দিতাম গালে ঘাটে আইসা পাশে বইসা জড়াইতে এই বুকে ভুলব আমি এই কথা কেমনে তবে ভালো ক্যান বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো ক্যান বাসিলা আমারে তবে ভালো ক্যান বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো ক্যান বাসিলা আমারে লাল শাড়ি পড়িয়া কন্যা রক্ত আলতা পায় আমার চোখের জল মিশাইলা নিলানা বিদায় চার বেহারার পালকি কইরা যখনগেলা সামনেদিয়া শেষ দেখাও দিলা না আমারে ফিরা আইসা দেখবা তুমি চইলা গেছি জগত ছাড়ি পাইবা শুধু আমায় স্বপনে তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা কান্দিয়া ডাকিবা আমারে তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা কান্দিয়া ডাকিবা আমারে লাল শাড়ি পড়িয়া কন্যা রক্ত আলতা পায় আমার চোখের জল মিশাইলা নিলানা বিদায় তুমি ফিরাও চাইলা না একবার চইলা গেলা হায় জানি আজ রাতে হইবা পরের আর ভাইব না আমায় হুম…..হুম….হুম…. Post Views: 26 Post navigation Nayano sarasi|নয়ন সরসী কেন ভরেছে জলে|Kazi nojrul islam|Bangla lyrics| যে ভাবেই তুমি সকাল দেখো | Je Bhabei Tumi Sokal dekho|Suvhomita|Bangla lyrics|
যেখানে সীমান্ত তোমার|Jekhanei simanto tomar|Bangla song lyrics|Kumar bissojoit| Mar 1, 2025 melomasum