• Fri. Dec 13th, 2024

 LyricsE Amar Guru Dakshina…. Lyrics

Bymelomasum

Jun 13, 2024
এ আমার গুরু দক্ষিণা
গুরুকে জানাই প্রণাম
যার শুভ কামনায় আমি
এ সুর পেলাম
এ আমার গুরু দক্ষিণা
এ আমার গুরু দক্ষিণা

এ আমার গুরু দক্ষিণা
গুরুকে জানাই প্রণাম
যার শুভ কামনায় আমি
এ সুর পেলাম

এ আমার গুরু দক্ষিণা
গুরুকে জানাই প্রণাম
যার শুভ কামনায় আমি
এ সুর পেলাম

এ আমার গুরু দক্ষিণা

ফুল তো হাজার ফোটে শাখায় শাখায়
সবাই তো দেবতার পরশ না পায়

ফুল তো হাজার ফোটে শাখায় শাখায়
সবাই তো দেবতার পরশ না পায়
তোমার আশিষে ধন্য হলাম
তোমার আশিষে আমি ধন্য হলাম

এ আমার গুরু দক্ষিণা
গুরুকে জানাই প্রণাম
যার শুভ কামনায় আমি
এ সুর পেলাম

এ আমার গুরু দক্ষিণা

বিধাতা দিয়েছে স্বর তুমি দিলে সুর
স্নেহভরা মমতায় বাধা হল দূর

বিধাতা দিয়েছে স্বর তুমি দিলে সুর
স্নেহভরা মমতায় বাধা হল দূর
সবাকার পদরেণু মাথায় নিলাম
সবাকার পদরেণু মাথায় নিলাম

এ আমার গুরু দক্ষিণা
গুরুকে জানাই প্রণাম
যার শুভ কামনায় আমি
এ সুর পেলাম

এ আমার গুরু দক্ষিণা
এ আমার গুরুদক্ষিণা
এ আমার গুরুদক্ষিণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *