মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, করলাম কী?
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে [Post-Chorus: Chhad Petano Choir]
কালীর নয়নজলে
জলে বুক ভেসে যায়
কী সাপে কামড়াইলো আমার
দুর্লভ লকাইর গায়
কালীর নয়নজলে
জলে বুক ভেসে যায়
কী সাপে কামড়াইলো আমার
দুর্লভ লকাইর গায়
আর কোথায় রে মা মনসা
তোমায় প্রণাম জানাই
কালীর নয়নজলে [Chorus: Shagor Dewan]
মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, আমি করলাম কী?
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে
মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, আমি করলাম কী?
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে