• Thu. Apr 24th, 2025

Maa|মা|L R B| Lyrics

Bymelomasum

Jul 17, 2024
wellcome to melomasum.com

ও মা
ও আমার মা
আমায় নাও না তোমার
আঁচল তলে

পৃথিবীর যত সুখ
যত ভালবাসা
সবই তোমার
বাকী মিছে আশা

মা, ও মা
আমার মা, ও মা
মা, ও মা
আমার মা, ও মা

ছোট্ট বেলায় যখন তুমি
রাখতে মা বুকে চেপে
কতই মধুর লাগতো মাগো
আজও প্রাণে জাগে

ছোট্ট বেলায় যখন তুমি
রাখতে মা বুকে চেপে
কতই মধুর লাগতো মাগো
আজও প্রাণে জাগে

আমায় নাও না মাগো
নাও না তোমার আঁচল তলে

মা, ও মা
আমার মা, ও মা
মা, ও মা
আমার মা, ও মা

আমি না হয় ভেঙ্গেছি
তোমার আশা ভরসা
আমি না হয় তোমার
হৃদয়ে ব্যথা দিয়েছি

আমি না হয় ভেঙ্গেছি
তোমার আশা ভরসা
আমি না হয় তোমার
হৃদয়ে ব্যথা দিয়েছি

তাই বলে কি তুমি
চলে যাবে আমায় একা ফেলে

মা, ও মা
আমার মা, ও মা
মা, ও মা
আমার মা, ও মা

ও মা, ও আমার মা
আমায় নাও না তোমার
আঁচল তলে

পৃথিবীর যত সুখ
যত ভালবাসা
সবই তোমার
বাকী মিছে আশা

মা, ও মা
আমার মা, ও মা
মা, ও মা
আমার মা, ও মা

we all loves our mother

thanks for visite

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *