ঠিক তেমনই আছে,
এই রাত সেই রাতের
কত কথা বলে,
চলে যাওয়ার বিষাদ সুর এখনো হৃদয়ে বাজে
তারপরেও কেন যেন এইখানে ফিরে আসে। সব ভুলে গিয়ে আবার হারাতে চাই
তোমার হাতটা ধরে এই নীল জোছনায়,
তুমি আমি দু’জনায় চলো আবার হারাই
আবার হারাই, আবার হারাই। থমকে যাওয়া প্রহর
আবার যেনো প্রাণ খুঁজে পায়,
কোটি তারারা, তোমার আঁচলে ছড়ায়। থমকে যাওয়া প্রহর
আবার যেনো প্রাণ খুঁজে পায় ..
চলে যাওয়ার বিষাদ সুর এখনো কানে বাজে
তারপরেও কেন যেন এইখানে ফিরে আসে। সব ভুলে গিয়ে আবার হারাতে চাই
তোমার হাতটা ধরে এই নীল জোছনায়,
তুমি আমি দুজনায় চলো আবার হারাই
আবার হারাই, আবার হারাই। চলে যাওয়ার বিষাদ সুর এখনো হৃদয়ে বাজে
তারপরেও কেন যেন এইখানে ফিরে আসে।
সব ভুলে গিয়ে আবার হারাতে চাই
তোমার হাতটা ধরে এই নীল জোছনায়,
তুমি আমি দুজনায় চলো আবার হারাই
আবার হারাই, আবার হারাই ..
আবার হারাই .. tnx all