• Sat. Mar 15th, 2025

Mon Ki Je Chay Bolo|মন কি চায় বলো,|Bangla lyrics|

Bymelomasum

Sep 6, 2024
মন কি চায় বলো,যারে দেখি লাগে ভালো

এ মন কেন বাঁধা পড়ে না

কি যেনো কেনো যানি না

মন কি চায় বলো,যারে দেখি লাগে ভালো

এ মন কেন বাঁধা পড়ে না

কি যেনো কেনো যানি না

Jaatio Shongiter Ditio Line|জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন|Miles|Safin ahmed|Lyrics

কাছে এসে পাসে বসে কথা বলে যে

এ মন বলে সে আমায় ভালোবেসেছে

কাছে এসে পাসে বসে কথা বলে যে

এ মন বলে সে আমায় ভালোবেসেছে

চোখে চোখে চোখ রেখে কথা বলেছি

বোঝাতে পারিনি তারে ভালোবেসেছি

কি করে যায় সে বলা,আমি আজও সিখিনি

মন কি চায় বলো,যারে দেখি লাগে ভালো

এ মন কেন বাঁধা পড়ে না

কি যেনো কেনো যানি না

প্রেম ভরা মন নিয়ে চলেছি একা

ভাবি শুধু কবে পাবো তার দেখা

প্রেম ভরা মন নিয়ে চলেছি একা

ভাবি শুধু কবে পাবো তার দেখা

কথা আছে জীবনে,প্রেম আছে একবার

আমার জীবনে সে আসবে কবে আর

জীবনে প্রেম হবে কিনা,তাও তো জানি না

মন কি চায় বলো,যারে দেখি লাগে ভালো

এ মন কেন বাঁধা পড়ে না

কি যেনো কেনো যানি না

মন কি চায় বলো,যারে দেখি লাগে ভালো

এ মন কেন বাঁধা পড়ে না

কি যেনো কেনো যানি না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *