• Sat. Jan 25th, 2025
(F)মঙ্গল-দীপ জ্বে(A#)লে
(Gm)অন্ধকারে দু’(F)চোখ আলোয় ভরো, (Dm)প্রভু
(Gm)তবু যারা বিশ্বাস (D#)করে না তুমি আছ
(C)তাদের মার্জনা (F)করো, প্রভু

(F)মঙ্গল-দীপ জ্বে(A#)লে
(Gm)অন্ধকারে দু’(F)চোখ আলোয় ভরো, (Dm)প্রভু
(Gm)তবু যারা বিশ্বাস (D#)করে না তুমি আছ
(C)তাদের মার্জনা (F)করো, প্রভু

(F)আআআআআ(Dm)
(A#)ওহো হো ওও(C)ও…

(F)যে তুমি আলো দি(A#)তে
(Gm)প্রতিদিন সূর্য ও(C)ঠাও
(F)ওদের বুঝিয়ে দাও (A#)সেই তুমি
(Gm)পাথরেও ফুল যে ফো(C)টাও

(F)জীবন মরু(D#)তে
(C)করুণা ধারায় (F)ঝরো, প্রভু

(F)মঙ্গল-দীপ জ্বে(A#)লে
(Gm)অন্ধকারে দু’(F)চোখ আলোয় ভরো, (Dm)প্রভু
(Gm)তবু যারা বিশ্বাস (D#)করে না তুমি আছ
(C)তাদের মার্জনা (F)করো, প্রভু

(F)আআআআআ(Dm)
(A#)ওহো হো ওও(C)ও…

SAME CHORD PROGRESSION

বলো তার কী অপরাধ
জন্ম হয়েছে যার পাকে
তোমার ক্ষমা দিয়ে তুমি
ফোটাও পদ্ম করে তাকে

ভুল পথে গেলে
তুমি এসে হাত ধরো, প্রভু

মঙ্গল-দীপ জ্বেলে
অন্ধকারে দু’চোখ আলোয় ভরো, প্রভু
তবু যারা বিশ্বাস করে না তুমি আছ
তাদের মার্জনা করো, প্রভু

মঙ্গল-দীপ জ্বেলে
অন্ধকারে দু’চোখ আলোয় ভরো, প্রভু
তবু যারা বিশ্বাস করে না তুমি আছ
তাদের মার্জনা করো, প্রভু

One thought on “Mongol dip jele ….Chords”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *