নয়ন সরসী কেন ভরেছে জলে কত কি রয়েছে লিখা কাজলে কাজলে নয়ন সরসী কেন ভরেছে জলে কত কি রয়েছে লিখা কাজলে কাজলে নয়ন সরসী.. বেদনার কলি তুমি দাও ভালোবেসে বঁধু বেদনার কলি তুমি দাও ভালোবেসে বঁধু ফুল ফোটানোর ছলে আমি ভরে দেবো মধু সারা মন কেন তুমি চোখে সাজালে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী.. জনম সফল হবে বঁধুয়ার ঘরে আজ শরমের আড়ালেতে দেখা যাবে ফুলসাজ জনম সফল হবে বঁধুয়ার ঘরে আজ শরমের আড়ালেতে দেখা যাবে ফুলসাজ নিশিরাতে বিরহের… নিশিরাতে বিরহের বাঁশী ওরে কে বাঁজায় ভালোবেসে কেন বঁধু আজ শুধু কেঁদে যায় সেধে সেধে কেন তুমি মরণ নিলে কতকি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন ভরেছে জলে কত কি রয়েছে লিখা কাজলে কাজলে নয়ন সরসী.. Post Views: 16 Post navigation বাগিচায় বুলবুলি তুই | Bagichay Bulbuli tui|Kazi nojrul islam|Cock studio|Bangla lyrics| Lal Sari Poriya |লাল শাড়ি পড়িয়া কন্যা|Konna sohag|Bangla lyrics|
নিঠুর মনোহর | আমার বন্ধু চিকন কালিয়া|Amar bondhu chikon kaliya|Bangla lyrics| Feb 14, 2025 melomasum