জীবনকে মলাট দিয়েছি
ক্রমে সেই রঙটা নিঃশেষ হয়ে যায়
নেতিয়ে পড়া জীবনের শিরা-উপশিরাগুলি
মলাটখানি কুঁচকিয়ে দেয় ক্রমাগত
জায়গা জায়গায় ছিঁড়ে গেছে
এখন বিষন্নতার গিটার বাজে একটি প্রশ্ন এখন বারংবার
একটি জিজ্ঞাসা অহেতুক
একটি মানচিত্র নির্বাক
একটি আর্তনাদ বীভৎস
একটি ষড়যন্ত্র প্রাণময়
একটি ক্রন্দন ফিরে আসে নিঃশ্চুপ হয়ে একটি প্লাবণ সুপ্ত
একটি জিঘাংসা আমরণ
তউরঞ্জ ফুলের সৌরভে ভেজা
একটি চেতনার আনকোরা নীল মলাট
নীল মলাট thanks for visit