ও আমার বাংলা মা তোর
আকুল করা রূপের সুধায়
হৃদয় আমার যায় জুড়িয়ে
যায় জুড়িয়ে….
ও আমার বাংলা মা তোর
ও আমার বাংলা মা তোর
আকুল করা রূপের সুধায়
হৃদয় আমার যায় জুড়িয়ে
যায় জুড়িয়ে….
ও আমার বাংলা মা তোর
ফাগুনে তোর কৃষ্ণচূড়া
পলাশ বনে কিসের হাসি
ফাগুনে তোর কৃষ্ণচূড়া
পলাশ বনে কিসের হাসি
চৈতি রাতের উদাস সুরে
রাখাল বাজায় বাঁশের বাঁশি
ও আমার বাংলা মা তোর
আকুল করা রূপের সুধায়
হৃদয় আমার যায় জুড়িয়ে
যায় জুড়িয়ে….
ও আমার বাংলা মা তোর
বৈশাখে তোর রূদ্র ভয়াল
কেতন ওড়ায় কালবৈশাখী
জষ্ঠি মাসে বনে বনে
আম কাঠালের হাট বসে কি…
শ্যামল মেঘের ভেলায় চড়ে
আষাঢ় নামে তোমার বুকে
শ্যামল মেঘের ভেলায় চড়ে
আষাঢ় নামে তোমার বুকে
শ্রাবনধারায় বর্ষাতে তুই
সিনান করিস পরম সুখে
ও আমার বাংলা মা তোর
আকুল করা রূপের সুধায়
হৃদয় আমার যায় জুড়িয়ে
যায় জুড়িয়ে….
ও আমার বাংলা মা তোর
সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি|Shurjodoye Tumi|Lyrics