কেন আছো দূরে দূরে? এসো না কাছে সরে
আনন্দের বন্যা আনো একটু পরশ করে না গো, না, দূরে তো নয়
আমি আছি কাছাকাছি তোমারই অন্তরে
দূরত্বের যন্ত্রণা সয়েছি কত জীবন ভরে
না গো, না, দূরে তো নয় জীবনের আজ দোদুল দোলা লেগেছে
ঘুমন্ত বাসনা আজ জেগেছে
দেখো না আকাশও তোমারই শরমে আজ রেঙেছে
জীবনের আজ দোদুল দোলা লেগেছে
ঘুমন্ত বাসনা আজ জেগেছে
দেখো না আকাশও তোমারই শরমে আজ রেঙেছে আলিঙ্গনে এসো আমার হৃদয় ভরে
আনন্দের বন্যা আনো একটু পরশ করে না গো, না, দূরে তো নয়
আমি আছি কাছাকাছি তোমারই অন্তরে
দূরত্বের যন্ত্রণা সয়েছি কত জীবন ভরে ও আমার সজনী গো
কেন আছো দূরে দূরে? এসো না কাছে সরে
আনন্দের বন্যা আনো একটু পরশ করে
ও আমার সজনী গো তুমি কি জানো না আমি তোমারই?
জীবনে মরণে শুধু তোমারই
প্রেমেরই মন্তরে এ দেহ-অন্তরে দিয়েছো ভরি
তুমি কি জানো না আমি তোমারই?
জীবনে মরণে শুধু তোমারই
প্রেমেরই মন্তরে এ দেহ-অন্তরে দিয়েছো ভরি যা চাহো নাও, তুলে দিলাম তোমারই তরে
দূরত্বের যন্ত্রণা সয়েছি কত জীবন ভরে ও আমার সজনী গো
কেন আছো দূরে দূরে? এসো না কাছে সরে
আনন্দের বন্যা আনো একটু পরশ করে না গো, না, দূরে তো নয়
আমি আছি কাছাকাছি তোমারই অন্তরে
দূরত্বের যন্ত্রণা সয়েছি কত জীবন ভরে
না গো, না, দূরে তো নয় Thanks for visit