ও বন্ধু, তুমি শুনতে কি পাও রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে|Rimjhim a dharate chay mon harate|Bangla lyrics| এ গান আমার
ও, এ গান আমার
এ গান আমার
ও, এ গান আমার ছুঁয়ে যাবে এই সুর হৃদয় তোমার
ছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার এ গান আমার
ও, এ গান আমার
এই গান আমার
ও, এই গান আমার ও বন্ধু, তুমি শুনতে কি পাও
ও বন্ধু, তুমি শুনতে কি পাও এই গান আমার
ও, এ গান আমার
এই গান আমার
ও, এই গান আমার জানি না কোথায় আছো তুমি কত দূরে
আমার এ মনের কথা যায় ভেসে সুরে
জানি না কোথায় আছো তুমি কত দূরে
আমার এ মনের কথা যায় ভেসে সুরে যদি পারো সামনে এসো
কাছে এসে ভালোবাসো
যদি পারো সামনে এসো
কাছে এসে ভালোবাসো
বোঝো না কি ভালোবাসা করে হাহাকার ছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার এ গান আমার
ও, এ গান আমার
এ গান আমার
ও, এই গান আমার ও বন্ধু, তুমি শুনতে কি পাও
ও বন্ধু, তুমি শুনতে কি পাও এ গান আমার
ও, এ গান আমার
এই গান আমার
ও, এই গান আমার কেন এই লুকোচুরি কি কারণে জানি না
কাছে যেতে চাই তবু কেন যেতে পারি না
কেন এই লুকোচুরি কি কারণে জানি না
কাছে যেতে চাই তবু কেন যেতে পারি না বলো না গো কার ভুলেতে
দেখা তুমি চাও না দিতে
বলো না গো কার ভুলেতে
দেখা তুমি চাও না দিতে
বলো কবে দু’টি মন হবে একাকার ছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার এ গান আমার
ও, এ গান আমার
এ গান আমার
ও, এই গান আমার ও বন্ধু, তুমি শুনতে কি পাও
ও বন্ধু, তুমি শুনতে কি পাও এ গান আমার
ও, এ গান আমার
এ গান আমার
ও, এই গান আমার ছুঁয়ে যাবে এই সুর হৃদয় তোমার
ছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার এ গান আমার
ও, এ গান আমার
এ গান আমার
ও, এই গান আমার