পোড়া মনে বারে বার হয় না দহন
আমি নিঃস্ব হলাম Valobasha Mane Nill Projapoti|ভালোবাসা মানে নীল প্রজাপতি|Asif akbar|Bangla lyrics| ভালোবাসা হারালাম, ভালোবেসে কী পেলাম?
এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন পোড়া মনে বারে বার হয় না দহন
আমি নিঃস্ব হলাম
ভালোবাসা হারালাম, ভালোবেসে কী পেলাম? ও পাষাণী বলে যাও কেন ভালোবাসোনি মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি
ও পাষাণী বলে যাও কেন ভালোবাসোনি
মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি
এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন
পোড়া মনে বারে বার হয় না দহন
আমি নিঃস্ব হলাম
ভালোবাসা হারালাম, ভালোবেসে কী পেলাম? স্বপ্ন আমার ভেঙ্গে গেলো হায়
তোমারই প্রবঞ্চনায়
স্বপ্ন আমার ভেঙ্গে গেলো হায়
তোমারই প্রবঞ্চনায়
সেই হারানো প্রেম তুমি
দাও ফিরিয়ে আমায় ও পাষাণী বলে যাও কেন ভালোবাসোনি
মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি
ও পাষাণী বলে যাও কেন ভালোবাসোনি?
মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি?
এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন
পোড়া মনে বারে বার হয় না দহন
আমি নিঃস্ব হলাম
ভালোবাসা হারালাম, ভালোবেসে কী পেলাম? পুরনো কথা মনে পড়ে যায়
মন ভাঙ্গার বেদনায়
পুরনো কথা মনে পড়ে যায়
মন ভাঙ্গার বেদনায়
কেন ভুলেছো আমাকে
আমি ভুলিনি তোমায়
ও পাষাণী বলে যাও কেন ভালোবাসোনি?
মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি
ও পাষাণী বলে যাও কেন ভালোবাসোনি?
মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি?
এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন
পোড়া মনে বারে বার হয় না দহন
আমি নিঃস্ব হলাম
ভালোবাসা হারালাম, ভালোবেসে কী পেলাম?
ও পাষাণী বলে যাও কেন ভালোবাসোনি?
মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি
ও পাষাণী বলে যাও কেন ভালোবাসোনি?
মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি
এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন
পোড়া মনে বারে বার হয় না দহন
আমি নিঃস্ব হলাম
ভালোবাসা হারালাম, ভালোবেসে কী পেলাম?