• Sat. Mar 15th, 2025

O Priya Tumi Kothay|ও প্রিয়া তুমি কোথায়|Asif akbar|Bangla lyrics|

Bymelomasum

Oct 17, 2024
বুকের জমানো ব্যাথা কান্নার নোনা জলে

ঢেউ ভাঙে চোখের নদীতে

Kokhono valobasoni|কখনো ভালবাসনি|Asif akbar|Bangla lyrics|

অন্যের হাত ধরে চলে গেছো দূরে

পারিনা তোমায় ভুলে যেতে

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

বুকের জমানো ব্যাথা কান্নার নোনা জলে

ঢেউ ভাঙে চোখের নদীতে

অন্যের হাত ধরে চলে গেছো দূরে

পারি না তোমায় ভুলে যেতে

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ভুল না হয় আমার’ই ছিলো বেশি

করোনি ক্ষমা করেছো দোষী

অভিমান লুকিয়ে রাখো যদি

থাকবো সারা জীবন অপরাধী

প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেবো না

একবার বলে যাও

কেনো আমার হলে না

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

বুকের জমানো ব্যাথা কান্নার নোনা জলে

ঢেউ ভাঙে চোখের নদীতে

অন্যের হাত ধরে চলে গেছো দূরে

পারি না তোমায় ভুলে যেতে

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ভাবিনি কখনো যাবে চলে

এভাবে আমাকে একা ফেলে

স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি

একা কেঁদে কেঁদে ক্লান্ত আমি

প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেবো না

একবার বলে যাও কেনো আমার হলে না

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

বুকের জমানো ব্যাথা কান্নার নোনা জলে

ঢেউ ভাঙে চোখের নদীতে

অন্যের হাত ধরে চলে গেছো দূরে

পারি না তোমায় ভুলে যেতে

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

বুকের জমানো ব্যাথা কান্নার নোনা জলে

ঢেউ ভাঙে চোখের নদীতে

অন্যের হাত ধরে চলে গেছো দূরে

পারি না তোমায় ভুলে যেতে

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়

ও প্রিয়া তুমি কোথায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *