নিশ্চুপ অবহেলায় এ মন,
মিথ্যে অবয়বে চারপাশ।
ঘুণে ধরতে থাকে জীবন
নিশ্চুপ অবহেলায় এ মন,
মিথ্যে অবয়বে চারপাশ
এক অবাক ধুম্র দহন। ফ্ল্যাশব্যাক জুড়ে কত স্মৃতি
সবকিছুতেই মিথ্যে অনুভূতি,
পালাতে চায় শুদ্ধ আলোয়
মুক্তি দাও, আমার মিনতি। আঁধার হাসে স্মৃতির আড়ালে
জোড়াতালির শরীর বোবা সুরে,
নিয়তির নিরব প্রহার গান
সোনালী জীবনে দাগে টান।
তুচ্ছময় শৈশব প্রতিচ্ছবি
আপন নীড়ে মিথ্যে অনুভূতি,
মুছে যাই অগোচরে সবই
বিদায় বেলায় এঁকো না জলছবি .. অবসর, দেখাবে তোমায়
জীবন কতটা কাঁদায়,
অবসর, বাধ্য করায়
বাস্তবতায় চোখে জলছবি আঁকায়।