তোমার ঐ আলতো হাতের স্পর্শে আমি পালাই,
ছোট ছোট সন্ধ্যে বিকেলে, নতুবা স্বপ্নের মাঝে
তোমার ঐ অট্টহাসি আমায় ভাবায়। প্রহর শেষে তোমার দেখা,
ক্লান্ত আমি দাঁড়িয়ে একা..
শত প্রশ্নের মাঝেও তোমার
অপলক চেয়ে থাকা। কখনো কি জানতে চেয়েছো
আমার মনের ছায়ার কান্না ?
সবকিছু ফেলে হারিয়ে যেতে চাই
তুমি কি তা জানোনা ? আধো আধো আলোতে, আমার ভাবনায়
তোমার ঐ ঠুনকো হাসির মায়ায় আমি জড়াই,
ছোট ছোট ভুলের ভীড়ে অযথা দূরত্ব বাড়ে
তোমার ঐ ঠুনকো হাসির মায়ায় আমি পালাই। কখনো কি জানতে চেয়েছো
আমার মনের ছায়ার কান্না ?
সবকিছু ফেলে হারিয়ে যেতে চাই
তুমি কি তা জানোনা ? tnx all