চোখের পাতা ছুঁয়ো না আমার এত সাধের কান্নার দাগ ধুয়ো না
সে যেন এসে দেখে
পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি দোহাই গানের বিনা
মন কে ভরে তুলো না
দেখেই তাকে ব্যাথার এ গান ভুলো না
সে যেন এসে শোনে
তার বিরহে কি সুর আমি সেধেছি ক্লান্ত প্রদীপ ওগো
হঠাৎ আলোয় ফুটো না
দেখেই তাকে উজার হয়ে উঠো না
সে যেন এসে জানে
কোন আধারে এ রাত আমি বেধেছি
আমার এত সাধের কান্নার দাগ ধুয়ো না সে যেন এসে দেখে
পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি।