ওপারে আছো কি কেউ কেউ,
যতদূর চোখ যায় ঢেউ ঢেউ
ওপারে আছো কি কেউ কেউ,
আমি এপারে ডাকা-ডাকি
আর কতটা একা থাকি,
যতদূর চোখ যায় ঢেউ ঢেউ। দূর দেশ, দূর দ্বীপ,
কোথাও আছে কিনা জানিনা,
তবুও খুঁজছি,
খুঁজেই ফিরি সেই ঠিকানা।
তুমি ভালো আছো নাকি
আর কতটা একা থাকি। সব রঙ সব রূপ
চুপচাপ এঁকে যায় কোন সুর,
কতো ঢেউ কতো গান
আমি আর পাঠাবো কতদূর।
এই সব mayar khela নাকি
আর কতটা একা থাকি। যতদূর চোখ যায় ঢেউ ঢেউ
ওপারে আছো কি কেউ কেউ,
আমি এপারে ডাকা-ডাকি
আর কতটা একা থাকি,
যতদূর চোখ যায় ঢেউ ঢেউ। TNX ALL