অনন্ত ডুবে যাই হতাশায়
তুমি রয়ে যাও স্বর্গদ্বারে আমার অপেক্ষায়
শূন্য চোখে তোমায় দেখা
এখনো এখানে দাঁড়িয়ে একা
বহুদিন পরে তুমি ভুলে গেছো আমার স্বত্তা কতবার ভেবে গেছি আমি
পৃথিবী ভালোবেসে যায়
তুমি ভালো থাকো ঘুমের ভেতর
আমায় আড়াল করে
ভেঙ্গে পড়ে আকাশের
নীল কারুকাজ অন্তরে পথের গন্তব্য কি জানতে চেয়েছি
একা একা আলোর পথে হাটা
আমার শব্দহীন পৃথিবীর একটু জীবন চাই কতবার ভেবে গেছি আমি
পৃথিবী ভালোবেসে যাই
তুমি ভালো থাকো ঘুমের ভেতর
আমায় আড়াল করে
ভেঙ্গে পড়ে আকাশের
নীল কারুকাজ অন্তরে