শব্দহীন নীরবতায়,
পাখির ডানায় ভেজা ভোর,
রাখিনা তোমার চোখে চোখ কতদিন। আমাদেরও চলে যায় কতদিন
শব্দহীন নীরবতায়,
পাখির ডানায় ভেজা ভোর,
রাখিনা তোমার চোখে চোখ কতদিন। যখন সন্ধ্যে নামে নুয়ে
রোদ্দুর মাখে গোধূলির রঙ,
ক্ষয়ে ক্ষয়ে পাথরের চোখে
শশ্মান সুনসান,
আর তোমার স্মৃতির যত কথা, যত ব্যাথা
ঢেউ হয়ে শাসন করে নদীর বুক,
আমরা .. মিছিমিছি পথ চলি,
আমরা .. না জেনেও জেনে ফেলি,
ভুল পথের ঠিকানা।। স্বভাবের রোদ্দুরে
কিছু ব্যাথা বোনে সুখের জাল,
আমাদের মতো যারা পথ হারানোর দলে,
ওরাও দেখতে অবিকল?
ওরা ও কি ঢেউ গোনে ডাঙার জোছনায় ?
পাহাড়ির ফুলের গালে মাখে প্রেমহীনতার রোদ?
ওরা ও কি মেঘ ধরে মেঘে আঁকে মেঘলা চোখ?
কত পাখি ঘরে ফেরে সন্ধ্যায়,
ঘর নেই যার সে পাখি ফিরবে কোথায়?
কেউ কেউ থেকে যায় পাখি হয়ে ঘরহীন মিছিলে
আঁধারের .. সমাগমে ..
লিখে .. মৃত্যুর ছাড়পত্র। আমরা .. মিছিমিছি পথ চলি,
আমরা .. না জেনেও জেনে ফেলি,
ভুল পথের ঠিকানা।। tnx to all