মাটির পিদিম নিভু নিভু করে
পাগলা হাওয়ার তরে
মাটির পিদিম নিভু নিভু করে Ma|দশমাস দশদিন ধরে গর্ভে ধারণ|James|Nogor baul|Bangla lyrics
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহু দিন পরে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহু দিন পরে চন্দ্র গেছে দুর পরবাসে
তারা জ্বলেনি ঐ আকাশে
মাটির পিদিম নিভে গেলে
বন্ধুরে দেখবো কি করে
চন্দ্র গেছে দুর পরবাসে
তারা জ্বলেনি ঐ আকাশে
মাটির পিদিম নিভে গেলে
বন্ধুরে দেখবো কি করে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহু দিন পরে
ওরে ওরে হাওয়া থামনা রে বন্ধু আসছে বহু দিন পরে বিজলি চমকালো না এসে
জোনাকগুলো নেইকো পাশে
পিদিম রে তুই নিভে গেলে
বন্ধুরে চিনবো কি করে
বিজলি চমকালো না এসে
জোনাকগুলো নেইকো পাশে
পিদিম রে তুই নিভে গেলে
বন্ধুরে চিনবো কি করে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহু দিন পরে ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহু দিন পরে পাগলা হাওয়ার তরে
মাটির পিদিম নিভু নিভু করে
পাগলা হাওয়ার তরে
মাটির পিদিম নিভু নিভু করে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহু দিন পরে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহু দিন পরে
হে পাগলা হে হাওয়া হে পাগলা
হে পাগলা
ও বন্ধু আসছে বহুদিন পরে