পাখির গানে হয় দিন শুরু,
তবুও কাঁপে বুক দুরু দুরু
এ সকাল কে চায়,
বেলা শেষে রাত, কবে হেসে বিদায়।
শ্রান্ত তখন, ছকে বাঁধা দিন কাটে যখন
একঘেঁয়েমিতে ক্লান্ত মন,
এ যে বিষম দায়, স্রোতে গা ভাসাই,
জানি লোক হাসাই, হায়। কেনো দশটা আর পাঁচটার
এ জাঁতাকলে, পড়ে সকলে,
বেসামাল আমরা সবাই।
চেনা ছোট খোপ, চেনা ঘেরাটোপ
ছেড়ে বেরিয়ে, এড়িয়ে
দূরে, বহুদূরে যেতে চাই,
জানিনা তাই, শেষ কোথায়। কেউ যদি চাই
পাখিদের মতো দিন যাপন,
করে নিতে পারি আজ আপন,
পাখিদের সুরে গাই, তবে
ছোট ছোট আশা, ছোট ভালোবাসা পাই।
হোক তবে তাই
গ্লানি নয় আর স্বপ্নহীন,
জীবনে যা আছে তা হোক রঙ্গীন,
যদি আমরাই
সাদামাটা এই ছন্দে থেকেও পাল্টাই। কেনো দশটা আর পাঁচটার
এ জাঁতাকলে, পড়ে সকলে,
বেসামাল আমরা সবাই।
চেনা রাস্তায় ঐ পাখিদের
মতো দিন যাপন,
করে আজ আপন,
পাখিদের সুরে সুরে গাই
এভাবে তাই পাল্টিয়ে যাই .. tnx all