পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে
মুছবে না কোনদিন হৃদয়ে লেখা নাম
ভালোবাসি আমি যারে
পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে
পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে পাহাড়ের কান্না ঝর্ণা হয়ে
সাগরের সাথে মিশে রয়
হৃদয়ের কান্না কেউ তো দেখে না
হৃদয়ের মাঝে জমে রয়
যতনে গড়া মন হারিয়েছে কখন যেতে চাইলে কাউকে ধরে রাখা যায় না|Jete chaile kaw k dhore rakha jayna|Asif akbar|Bangla lyrics গুপ্তচোরা বালুচরে
পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে
পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে আকাশের জমানো কত না কষ্ট
বৃষ্টি হয়ে ঝরে মাটিতে
অচেনা ঝড় এসে করেছে নষ্ট
ভেঙ্গেছে এ মন আঘাতে
বিরহের শয্যায় পরে আছি আমি
নিঃস্ব হলাম চিরতরে পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে
পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে
মুছবে না কোনদিন হৃদয়ে লেখা নাম
ভালবাসি আমি যারে
পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে
পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে