কোন তারাটি তুই বলনা আমায় ? রাতের আকাশে লক্ষ তারার মাঝে
কোন তারাটি তুই বলনা আমায়,
ঘুমহীন চোখ উদাসীন মন
শুধু তোকেই খোঁজে,
তুই আছিস কোথায় ? ভাঙা গোড়ার খেলাতে
হেরে গেলাম আজ আমি,
ভাঙা মন নিয়ে আমি কি করে বাঁচি
সাঁঝের বাতি নিভলো ওই,
কোথায় সোনা তুই ?
কোথায় সোনা তুই ? রাতের আকাশে,
রাতের আকাশে লক্ষ তারার মাঝে
কোন তারাটি তুই বলনা আমায় ?
ঘুমহীন চোখ উদাসীন মন
শুধু তোকেই খোঁজে,
তুই আছিস কোথায় ? মিটিমিটি জ্বলা ঝিকমিক
ওই তারাদের সাথে,
আমাকেও তুই সাথী করে নে তোর পাশে।
ফিরে আয়, ফিরে আয়
ফিরে-আয়, ফিরে আয় সোনা
ফিরে আয়, ফিরে আয়..