welcome to melomasum.com
প্রাণ চায় চক্ষু না চায়,
মরি একি তোর দুস্তরলজ্জা।
সুন্দর এসে ফিরে যায়,
তবে কার লাগি মিথ্যা এ সজ্জা।
মুখে নাহি নিঃসরে ভাষ,
দহে অন্তরে নির্বাক্ বহ্নি।
ওষ্ঠে নিষ্ঠুর হাস,
তব মর্মে যে ক্রন্দন, ত্বন্বি!
মাল্য যে দংশিছে হায়,
তব শয্যা যে কণ্টকশয্যা-
মিলন সমুদ্র বেলায় চির-
বিচ্ছেদ জর্জর মজ্জা।
Thanks all for visite hereভালোবেসে, সখী, নিভৃতে যতনে|bhalobese sokhi nibhrite jatane|Lyrics
One thought on “Pran Chay|প্রাণ চায় চক্ষু না চায়,| Lyrics”