• Sat. Jan 25th, 2025

Prempotro |(প্রেমপত্র) Joler Gaan| Lyrics

Bymelomasum

Jun 18, 2024
তোমার শেষ চিঠিতে তুমি লিখেছো –
“৮০-তেও আসিও, বাসিলেও বাসিও,
ভাসিলেও ভাসিও, নীল যমুনার জলে।”
priotoma তুমি তো আছো –
আকাশে-আকাশে, নীলে-নীলে,
মেঘে-মেঘে, পাখির ডানায়।
প্রিয়তমা,
এখন তুমি কোথায় আছো? কেমন আছো?
পত্র দিও, পত্র দিও।

লিখেছি আকাশের ঠিকানায়
উড়িয়েছি বাতাসের পোষা পায়রার পায়,
লিখেছি আকাশের ঠিকানায়
উড়িয়েছি বাতাসের পোষা পায়রার পায়,
লিখেছি এঁকেছি মেঘের বর্ণমালায়,
মেঘের বর্ণমালায়।

প্রিয়তমা, ওগো প্রিয়
ভাল আছি valo theko
প্রিয়তমা, ওগো প্রিয়
ভাল আছি ভাল থেকো।

পলাশ শিমুল রাঙা বাসন্তি বাতাসে
জেগে দেখা স্বপ্নরা ঘুম হয়ে আসে,
পলাশ শিমুল রাঙা বাসন্তি বাতাসে
জেগে দেখা স্বপ্নরা ঘুম হয়ে আসে।

শুকনো পাতার ভাঁজে গোপন কবিতায়
ও হো হো..
শুকনো পাতার ভাঁজে গোপন কবিতায়
ফুলের বর্ণমালায়, ফুলের বর্ণমালায়।

priotoma ওগো প্রিয়
ভাল আছি valo theko
priotoma ওগো প্রিয়
ভাল আছি ভাল থেকো।

ডুবেছি অতলে পাতালে
ভেসেছি তুমি আমি নীল যমুনার জলে,
ডুবেছি অতলে পাতালে
ভেসেছি তুমি আমি নীল যমুনার জলে।

বেসেছি ভেসেছি জলের বর্ণমালায়,
জলের বর্ণমালায়।

প্রিয়তমা, ওগো প্রিয়
ভাল আছি ভাল থেকো,
প্রিয়তমা, ওগো প্রিয়
ভাল আছি ভাল থেকো।

জেনেছি তুমি বাসো ভালো
তাই ভালো বাঁশি বাজে ভালো,
জেনেছি তুমি বাসো ভালো
তাই ভালো বাঁশি বাজে ভালো।

আমার কথা বুঝতে হলে পাখির বুলি শেখো,
সকাল দুপুর সন্ধ্যা বেলা আকাশটাকে দেখো,
আমার কথা বুঝতে হলে পাখির বুলি শেখো
সকাল দুপুর সন্ধ্যা বেলা আকাশটাকে দেখো।

ভুলনা আমায় মনে রেখো
ও হো হো..
ভুলনা আমায় মনে রেখো
ভাল আছি valo theko
ভাল আছি ভাল থেকো।

priotoma ওগো প্রিয়
ভালো আছি ভালো থেকো,
priiotomav ওগো প্রিয়
ভাল আছি ভাল থেকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *