“হাত ধরে নিয়ে চলো অনেক দূরের দেশে”
প্রথম প্রেমের মতো, প্রথম কবিতা এসে বলে
“হাত ধরে নিয়ে চলো অনেক দূরের দেশে” কত পথ-প্রান্তর ঘুরে ফিরেছি
পাইনি তো আজও তোমায়
কত পথ-প্রান্তর ঘুরে ফিরেছি
পাইনি তো আজও তোমায় সেই পথচলা শেষ হলে
কাছে এসে যেয়ো বলে
“এই তো আমি, এই তো আমি” প্রথম প্রেমের মতো, প্রথম কবিতা এসে বলে
“হাত ধরে নিয়ে চলো অনেক দূরের দেশে”
প্রথম প্রেমের মতো, প্রথম কবিতা এসে বলে
“হাত ধরে নিয়ে চলো অনেক দূরের দেশে” তোমারই আশায় বসে থেকেছি
নাম ধরে ডাক দিলে, কে গো তুমি?
তোমারই আশায় বসে থেকেছি
নাম ধরে ডাক দিলে, কে গো তুমি? ফিরে এলে আজ কাছে
ভালোবাসা যত আছে
দিলাম তুলে, দিলাম তুলে প্রথম প্রেমের মতো, প্রথম কবিতা এসে বলে
“হাত ধরে নিয়ে চলো অনেক দূরের দেশে”
প্রথম প্রেমের মতো, প্রথম কবিতা এসে বলে
“হাত ধরে নিয়ে চলো অনেক দূরের দেশে” thanks a all for visite here