• Mon. Feb 10th, 2025

Sare Tin Hat Jokhon Theme Jay|যখন থেমে যায় সব সংগীত|L R B |Lyrics

Bymelomasum

Jul 17, 2024
wellcome to melomasum.com

যখন থেমে যায় সব সংগীত
যখন নেমে আসে নিরব আঁধার
আমি শুনেতে চাই
প্রজাপতির চিৎকার
আমি জানতে চাই
কে দিয়েছে কাকে
কতটুকু ভালোবাসা
যখন থেমে যায় সব সংগীত
যখন নেমে আসে নিরব আঁধার
আমি শুনেতে চাই
প্রজাপতির চিৎকার
আমি জানতে চাই
কে দিয়েছে কাকে
কতটুকু ভালোবাসা

যখন প্রবল বৃষ্টিতে বসে পাশাপাশি
একজোড়া চড়ুই করে উষ্ণতা ভাগাভাগি
যখন প্রবল বৃষ্টিতে বসে পাশাপাশি
একজোড়া চড়ুই করে উষ্ণতা ভাগাভাগি
আমি দেখতে চাই
আবেগের রংধনু
আমি জানতে চাই
কে দিয়েছে কাকে
কতটুকু ভালবাসা

যখন ফুরিয়ে যায় সকল ব্যস্ততা
যখন মনের আঙিনা শুধু স্মৃতি ভরা
যখন ফুরিয়ে যায় সকল ব্যস্ততা
যখন মনের আঙিনা শুধু স্মৃতি ভরা
আমি পেতে চাই
নতুন জীবন
আমি জানতে চাই
কে দিয়েছে কাকে
কতটুকু ভালবাসা
যখন থেমে যায় সব সংগীত
যখন নেমে আসে নিরব আঁধার
আমি শুনেতে চাই
প্রজাপতির চিৎকার
আমি জানতে চাই
কে দিয়েছে কাকে
কতটুকু ভালোবাসা

thnaks for visit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *