যখন নেমে আসে নিরব আঁধার
আমি শুনেতে চাই
প্রজাপতির চিৎকার
আমি জানতে চাই
কে দিয়েছে কাকে
কতটুকু ভালোবাসা
যখন থেমে যায় সব সংগীত
যখন নেমে আসে নিরব আঁধার
আমি শুনেতে চাই
প্রজাপতির চিৎকার
আমি জানতে চাই
কে দিয়েছে কাকে
কতটুকু ভালোবাসা যখন প্রবল বৃষ্টিতে বসে পাশাপাশি
একজোড়া চড়ুই করে উষ্ণতা ভাগাভাগি
যখন প্রবল বৃষ্টিতে বসে পাশাপাশি
একজোড়া চড়ুই করে উষ্ণতা ভাগাভাগি
আমি দেখতে চাই
আবেগের রংধনু
আমি জানতে চাই
কে দিয়েছে কাকে
কতটুকু ভালবাসা যখন ফুরিয়ে যায় সকল ব্যস্ততা
যখন মনের আঙিনা শুধু স্মৃতি ভরা
যখন ফুরিয়ে যায় সকল ব্যস্ততা
যখন মনের আঙিনা শুধু স্মৃতি ভরা
আমি পেতে চাই
নতুন জীবন
আমি জানতে চাই
কে দিয়েছে কাকে
কতটুকু ভালবাসা
যখন থেমে যায় সব সংগীত
যখন নেমে আসে নিরব আঁধার
আমি শুনেতে চাই
প্রজাপতির চিৎকার
আমি জানতে চাই
কে দিয়েছে কাকে
কতটুকু ভালোবাসা thnaks for visit