যা দেখে সাধারণ মনে হয়,
এ দেখা প্রেমের দেখা
যে দেখা সাজা দিয়ে যায়। তুমি বলতে পারো
এটা কি ছেলেখেলা নয়?
তুমি বলতে পারো
এটা কি পাগলামি নয়? কিন্তু বিশ্বাস করো !
তুমি আমি equals to
ভালোবাসা হয়। যদি মনে পড়ে যায়
কাজের বেলায়,
যদি মনে পড়ে যায়
শেষটা বেলায়। কেনো মনে পড়ে যায়
কেন তুমি তুমি ময়,
কেনো মনে পড়ে যায়
কেন তুমি তুমি ময়
তবে এই মেয়ে, তুমি বলো আমায়
এটা কী ভালো-বাসা নয় ?
এটা কী ভালোবাসা নয় ? বলতে পারো, ছেলে খেলা নয়
বলতে পারো, পাগলামি নয়,
ভালোবাসা হয়, ভালোবাসা হয়,
তুমি আমি আর –
ভালোবাসা হয়, ভালোবাসা হয়। tnx all