• Sat. Jan 25th, 2025

Se Tara Vora Raate…chords

Bymelomasum

Jun 7, 2024
(Am)সে তারা ভরা রাতে
আমি (G)পারিনি বোঝাতে
তোমা(F)কে আমার (E)মনের ব্যথা

তুমি (Am)তো ব(C)লেছো শু(Dm)ধু
(G)তোমার সুখের ক(Am)থা
তুমি (Am)তো ব(C)লেছো শু(Dm)ধু
(G)তোমার সুখের ক(Am)থা

(Am)সে তারা ভরা রাতে
আমি (G)পারিনি বোঝাতে
তোমা(F)কে আমার (E)মনের ব্যথা

(Am)আমি অনেক (C)পথ ঘুরে
(G)ক্ষয়ে ক্ষয়ে অন্ধকারে
(F)তোমার পথের দেখা পেয়ে(Am)ছি
আর (A)হৃদয়ের (Dm)মাঝে
তো(G)মায় কাছে আমি (Am)চেয়েছি
আজ (A)হলো না (Dm)বলা
(G)মার না বলা ক(E7)থা

(Am)সে তারা ভরা রাতে
আমি (G)পারিনি বোঝাতে
তোমা(F)কে আমার (E)মনের ব্যথা

SAME CHORD PROGRESSION

আমি অনেক ব্যথা সয়ে
ছলছল চোখের জলে
তোমার চলে যাওয়া দেখেছি
আর রাতের আঁধারে
মনের দুঃখে আমি কেঁদেছি
আজ হলো না বলা
আমার না বলা কথা

সে তারা ভরা রাতে
আমি পারিনি বোঝাতে
তোমাকে আমার মনের ব্যথা

তুমি তো বলেছো শুধু
তোমার সুখের কথা
তুমি তো বলেছো শুধু
তোমার সুখের কথা

সে তারা ভরা রাতে
আমি পারিনি বোঝাতে
তোমাকে আমার মনের ব্যথা

Translate to English

One thought on “Se Tara Vora Raate…chords”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *