• Sat. Mar 15th, 2025

Shomadhi|Tumi esona ful dite|তুমি এসো না ফুল দিতে| Lyrics

Bymelomasum

Jun 19, 2024
ঐ ওপারের

ডাক এসে গেছে

শেষ খেঁয়া বুঝি

হবে পাঁড়ি দিতে

তুমি আসনি

অভিমানী এই মনে

অভিমান ভেঙ্গে

কোন খোঁজ নিতে

তুমি এসো না ফুল দিতে

আমার সমাধীতে

সেই সৌরভ মাটি পাবে সব

কিছু পারবো না আমি নিতে

তুমি এসো না ফুল দিতে

আমার সমাধীতে

সেই সৌরভ মাটি পাবে সব

কিছু পারবো না আমি নিতে

অস্তাচলে সূর্য ডুবে গেলে

ফিরিয়ে, তাকে কি আনা যায়

ব্যাথার দীর্নতা তোমায় ভাবাবে

বুঝবে একজন ছিল ভালোবাসতো তোমায়

তুমি এসোনা ফুল দিতে

আমার সমাধীতে

সেই সৌরভ মাটি পাবে সব

কিছু পারবো না আমি নিতে

তুমি এসোনা ফুল দিতে

আমার সমাধীতে

সেই সৌরভ মাটি পাবে সব

কিছু পারবো না আমি নিতে

লোনাজলে প্রাণহীন অপ্সরী

হয়তো দুচোখ তোমার ভিজে উঠবে

তখন আমি অনেক অনেক দূরে

পৃথিবী তোমার অসহনীয় মনে হবে।

তুমি এসো না ফুল দিতে

আমার সমাধীতে

সেই সৌরভ মাটি পাবে সব

কিছু পারবো না আমি নিতে

তুমি এসোনা ফুল দিতে

আমার সমাধীতে

সেই সৌরভ মাটি পাবে সব

কিছু পারবো না আমি নিতে

ঐ ওপারের

ডাক এসে গেছে

শেষ খেঁয়া বুঝি

হবে পাঁড়ি দিতে

তুমি আসনি

অভিমানী এই মনে

অভিমান ভেঙ্গে

কোন খোঁজ নিতে

তুমি এসো না ফুল দিতে

আমার সমাধীতে

সেই সৌরভ মাটি পাবে সব

কিছু পারবো না আমি নিতে

তুমি এসো না ফুল দিতে

আমার সমাধীতে

সেই সৌরভ মাটি পাবে সব

কিছু পারবো না আমি নিতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *