• Fri. Dec 13th, 2024

Shonchita Fire Esho|সঞ্চিতা, ফিরে এসো এই হৃদয়ে|Asif akbar|Bangla lyrics|

Bymelomasum

Oct 30, 2024
জানি ভালোবাসো না আজ তুমি আর আমাকে
তবু ফিরে পেতে চায় বারেবার মন তোমাকে
সঞ্চিতা, ফিরে এসো এই হৃদয়ে

Tomake Harai Jodi Tobe|তোমাকে হারাই যদি তবে|Asif akbar|Bangla lyrics


সঞ্চিতা, ফিরে এসো এই হৃদয়ে

জানি ভালোবাসো না আজ তুমি আর আমাকে
তবু ফিরে পেতে চায় বারেবার মন তোমাকে
সঞ্চিতা, ফিরে এসো এই হৃদয়ে
সঞ্চিতা, ফিরে এসো এই হৃদয়ে

বেঁচে আছি এক বুক কষ্ট নিয়ে
হাজার হতাশা দুঃখ মাঝে
ঘৃণার পাহাড় ছাড়া দাওনি কিছু
যন্ত্রণা সুর হয়ে কণ্ঠে বাজে

বেঁচে আছি এক বুক কষ্ট নিয়ে
হাজার হতাশা দুঃখ মাঝে
ঘৃণার পাহাড় ছাড়া দাওনি কিছু
যন্ত্রণা সুর হয়ে কণ্ঠে বাজে

সঞ্চিতা, ফিরে এসো এই হৃদয়ে
সঞ্চিতা, ফিরে এসো এই হৃদয়ে

আমার পৃথিবী ছিল তোমায় ঘিরে
তুমি নেই তাই স্মৃতি বসত করে
মনের আঙ্গিনা জুড়ে শুধু হাহাকার
অসহায় চোখ দু’টি জলে ভরে

আমার পৃথিবী ছিল তোমায় ঘিরে
তুমি নেই তাই স্মৃতি বসত করে
মনের আঙ্গিনা জুড়ে শুধু হাহাকার
অসহায় চোখ দু’টো জলে ভরে

সঞ্চিতা, ফিরে এসো এই হৃদয়ে
সঞ্চিতা, ফিরে এসো এই হৃদয়ে

জানি ভালোবাসো না আজ তুমি আর আমাকে
তবু ফিরে পেতে চায় বারেবার মন তোমাকে
সঞ্চিতা, ফিরে এসো এই হৃদয়ে
সঞ্চিতা, ফিরে এসো এই হৃদয়ে

সঞ্চিতা, ফিরে এসো এই হৃদয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *