• Sat. Jan 25th, 2025

Sir Song Lyrics (স্যার) James | Teachers Day Song

Bymelomasum

Jun 19, 2024
মানুষেরও যে আকাশের মত হৃদয় থাকতে পারে
তাকে না দেখলে হয়তো আমার জানাই হতো না।
রূপকথারও বাইরে যে এক বিশাল জগত আছে
তার কাছে না শুনলে বোধ হয় শোনাই হতো না।
আজকে আমার এই পৃথিবীর অনেক কিছু চেনা
ব্ল্যাকবোর্ডের ঐ কালো আকাশ আমায় এনে দে না।
এনে দে না বয়সটা সেই ছয় কিংবা সাত,
হয়তো তবে ফিরে পেতাম স্যারের কোমল হাত।
সালাম জানাই সহস্রবার আমার তিনি গুরু
তার কাছেই হয়েছিল শিক্ষা জীবন শুরু।

আজকে আমি সবই বুঝি ভুল করেছি কত
তখনতো কেউ দেখেনিতো স্যারের বুকের ক্ষত।
দেখেছিলাম তার দু’চোখে স্নেহের মহাসাগর
যা চেয়েছি তাই পেয়েছি স্বার্থপরের মত।
আজকে আমার এই পৃথিবীর অনেক কিছু চেনা
ব্ল্যাকবোর্ডের ঐ কালো আকাশ আমায় এনে দে না।
এনে দে না বয়সটা সেই ছয় কিংবা সাত,
হয়তো তবে ফিরে পেতাম স্যারের কোমল হাত।
সালাম জানাই সহস্রবার আমার তিনি গুরু
তার কাছেই হয়েছিল শিক্ষা জীবন শুরু।

tnx all

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *