• Sat. Mar 15th, 2025

Sob Sokhire Par Korite |সব সখিরে পার করিতে|Andrew kishor|Bangla lyrics|

Bymelomasum

Jan 19, 2025
সব সখিরে পার করিতে নেব আনা আনা

তোমার বেলায় নেব সখি

তোমার কানের সোনা

সখি গো ও..আমি প্রেমের ঘাটের মাঝি

তোমার কাছে পয়সা নেব না

<<..>>

সব সখিরে পার করিতে নেব আনা আনা

তোমার বেলায় নেব সখি

তোমার কানের সোনা

সখি গো ও..আমি প্রেমের ঘাটের মাঝি

তোমার কাছে পয়সা নেব না

Amar Mondo Sovab| এতো ভালো হয়|Bari sidduqe|Bangla song lyrics

ও সুজন সখিরে…

প্রেমের ঘাটে পারাপারে দরাদরি নাই

মনের বদল মন দিতে হয়

প্রেমের কথা জানিনা, মনের বদল করি না

পাড়ের কড়ি লইবা যদি লও

থাকো সখি ঋণী থাকো কড়ি লব না

থাকো সখি ঋণী থাকো কড়ি লব না

সখি গো ও..আমি প্রেমের ঘাটের মাঝি

প্রেম ছাড়া প্রাণে বাঁচি না

সব সখিরে পার করিতে নেব আনা আনা

তোমার বেলায় নেব সখি

তোমার কানের সোনা

সখি গো ও..আমি প্রেমের ঘাটের মাঝি

তোমার কাছে পয়সা নেব না

ও ঘাটের মাঝিরে…

ভূতের মুখে রাম নাম আর লইও না

লজ্জা শরম আছে কি বা নাই

রাম শ্যাম জানি না ভূতের বাড়ি চিনি না

তোমায় সখি ঘরে নিবার চাই

তুমি ব্রাহ্মণ হইয়া চাঁদের

পানে হাত বাড়াইয়ো না

ব্রাহ্মণ হইয়া চাঁদের পানে হাত বাড়াইয়ো না

মাঝি গো ও..আমি ফুলের বালা ফুলে

আমার দিকে নজর দিওনা

ও সুজন সখিরে…

প্রেমের হাটে বেচা কেনায় কুল মান নাই

মনের বদল মন দিতে হয়

মনের মত মন মাঝি চেনা বড় দায়

আসল কি বা নকল কারে কয়

যেমন খুশি তেমন করে যাচাই করে লও

তুমি যেমন খুশি তেমন করে যাচাই করে লও

সখি গো ও..আমি প্রেমের ঘাটের মাঝি

মাঝ দরিয়ায় নাও ডুবাবো না

সব সখিরে পার করিতে নেব আনা আনা

তোমার বেলায় নেব সখি

তোমার কানের সোনা

সখি গো,ও..আমি প্রেমের ঘাটের মাঝি

তোমার কাছে পয়সা নেব না

সব সখিরে পার করিতে নেব আনা আনা

তোমার বেলায় নেব সখি

তোমার কানের সোনা

সখি গো ও…আমি প্রেমের ঘাটের মাঝি

তোমার কাছে পয়সা নেব না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *