• Sun. Feb 16th, 2025

Soi Keba Sunailo Shyam Naam (কেবা শুনাইল শ্যাম নাম)| Lyrics

Bymelomasum

Jun 18, 2024
সই কেবা শুনাইলে শ্যাম নাম,
নাম, কেবা শুনাইলে শ্যাম নাম,
কানের ভিতর দিয়া মরমে পশিল গো
কানের ভিতর দিয়া মরমে পশিল গো,
আকুল করিল মোর প্রাণ ..
আকুল করিল মোর প্রাণ,
কেবা শুনাইলে শ্যাম নাম,
সই কে বা শুনাইলো শ্যাম নাম।

না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো
না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো,
বদন ছাড়িতে নাহি পারে ..
বদন ছাড়িতে নাহি পারে,
জপিতে জপিতে নাম অবশ করিল গো
জপিতে জপিতে নাম অবশ করিল গো,
কেমনে বা পাসরিব তারে ..
কেমনে বা পাসরিব তারে,
কেবা শুনাইলে শ্যাম নাম,
সই কে বা শুনাইল শ্যাম নাম।

নামপরতাপে যার ঐছন করিল গো
অঙ্গের পরশে কিবা হয়,
যেখানে বসতি তার নয়নে দেখিয়া গো
যুবতী ধরম কৈছে রয়, রয়..
যুবতী ধরম কৈছে রয়।

পাসরিতে করি মনে পাসরা না যায় গো
কি করিব কি হবে উপায়,
কি করিব কি হবে উপায়,
কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুল নাশে
কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুল নাশে
আপনার যৌবন যাচায় ..
আপনার যৌবন যাচায়,
কেবা শুনাইলে শ্যাম নাম
সই কেবা শুনাইলে শ্যাম নাম,
নাম, কেবা শুনাইলে শ্যাম নাম।

TNX TO ALL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *