সময় যেন কাটে না
বড় একা একা লাগে
এই মুখর জনারণ্যে
বিরহী বাতাস বহে
শুধু তোমার জন্যে
সময় যেন কাটে না
বড় একা একা লাগে
এই মুখর জনারণ্যে
বিরহী বাতাস বহে
শুধু তোমার জন্যে
সময় যেন কাটে না
Tomar oi montake|তোমার ঐ মনটাকে|Soules|Partho barua|Bangla lyrics
চেনা দিনগুলো ভীষন অচেনা মনে হয়
তুমি কাছে নেই বলে
সুখী দিনগুলো বেদনাবিদুর হয়ে যায়
তুমি পাশে নাই বলে
চেনা দিনগুলো ভীষন অচেনা মনে হয়
তুমি কাছে নেই বলে
সুখী দিনগুলো বেদনাবিদুর হয়ে যায়
তুমি পাশে নাই বলে
সময় যেন কাটে না
বড় একা একা লাগে
এই মুখর জনারণ্যে
বিরহী বাতাস বহে
শুধু তোমার জন্যে
সময় যেন কাটে না…..
শীতের সকাল আগের মত নেই আর
তুমি কাছে নেই বলে
মেঘলা দুপুরে পায়েলের ধ্বনি নেই আর
তুমি পাশে নাই বলে
শীতের সকাল আগের মত নেই আর
তুমি কাছে নেই বলে
মেঘলা দুপুরে পায়েলের ধ্বনি নেই আর
তুমি পাশে নাই বলে
সময় যেন কাটে না
বড় একা একা লাগে
এই মুখর জনারণ্যে
বিরহী বাতাস বহে
শুধু তোমার জন্যে
সময় যেন কাটে না
বড় একা একা লাগে
এই মুখর জনারণ্যে
বিরহী বাতাস বহে
শুধু তোমার জন্যে
সময় যেন কাটে না…..