মনেরো ময়ূর নাচে ঘোর বরষায়
ঘন মেঘ দূর আকাশে,
উড়ে উড়ে যায়।
মনেরো ভ্রমরা বনে গুনগুন গায়
মনেরো ভ্রমরা বনে গুনগুন গায়,
সন্ধ্যা নামিল শ্যাম তোমারো আশায়
সন্ধ্যা-নামিল শ্যাম তোমারো আশায়। ফুল বনে বন, পাখিরও গানে
প্রজাপতি উড়ে যায় কুঞ্জবনে,
ফুল বনে বন পাখিরও গানে
প্রজাপতি উড়ে যায় কুঞ্জবনে,
বসন্ত বাতাস এই ফাগুনও বেলায়
বসন্ত বাতাস এই ফাগুনও বেলায়,
সন্ধ্যা নামিল শ্যাম তোমারো আশায়
সন্ধ্যা-নামিল শ্যাম তোমারো আশায়। সন্ধ্যা তারার ফুলে সাজায়েছি ঘর
গায়ে জড়ায়ে কাম রাঙানো বাসর,
সন্ধ্যা তারার ফুলে সাজায়েছি ঘর
গায়ে জড়ায়ে কাম রাঙানো বাসর,
কাজলে মাখানো আঁখি জলে ভেসে যায়
কাজলে মাখানো আঁখি জলে ভেসে যায়
সন্ধ্যা নামিল শ্যাম তোমারো আশায়
সন্ধ্যা-নামিল শ্যাম তোমার আশায়। TNX ALL