দুজনেই থাকি দুজনার মতো,
আমাদের শিরোনাম যায় না লেখা।
জোয়ার এলে শুধু চর ডুবিয়েছে
স্বভাবের দোষে ঘর ডুবিয়েছে,
বারে বারে কেন সুবর্ণরেখা। আবার এলে, মনের জলে
মন ভাসাবো, বাঁচবো বলে,
আকাশ পেলে, মেঘের দলে
নাম লেখাবো, বাঁচবো বলে,
শুধু বাঁচবো বলে। জ্বালো কি, জোনাকি
খুঁজে এনেছিল কবেকার আলো,
ঝিনুকের, চিবুকে
কেন মুক্তোর আদর ছড়ালো। হুম.. জানি তাও, হা হা হা
ফাগুনে, হুম হুম
পুড়ে ছারখার যন্ত্রণাকার,
আমাদের দালানে
মনে মোড়া পাখি আসবে কি আর। ছোট ছোট কাহিনী
নিয়ম ও তো মানিনি,
কি দিয়ে দুঃখ সাজাই ..
আবার এলে, মনের জলে
মন ভাসাব, বাঁচব বলে,
আকাশ পেলে, মেঘের দলে
নাম লেখাব, বাঁচব বলে,
শুধু বাঁচব বলে। tnx