শহীদ হবে বেশ,
ছাড়বে দেখে শেষ।
বারুদ ভরা স্বপ্ন বুকে
স্বাধীন হবে দেশ রে,
স্বাধীন হবে দেশ। ও মা তোর ছেলেরা ঘর ছেড়েছে.. মা
তোর ছেলেরা ঘর ছেড়েছে
শহীদ হবে বেশ,
ছাড়বে দেখে শেষ।
বারুদ ভরা স্বপ্ন বুকে
স্বাধীন হবে দেশ রে,
স্বাধীন হবে দেশ।। দেশের মাটি দেখবে আকাশ
শিকল যাবে ছিঁড়ে,
দেশের মানুষ স্বাধীন হবে
ইনকিলাব এর ভিড়ে রে,
ইনকিলাব এর ভিড়ে। লক্ষ শুধুই স্বাধীন ভারত
আলোর মিছিল ভাঙবে গারদ,
চড়ছে যে বিপ্লবের পারদ
আগুন ভরা বুকে,
ভালোবাসি পরতে ফাঁসি
স্বাধীনতার সুখে রে,
স্বাধীনতার সুখে। ও মা তোর ছেলেরা ঘর ছেড়েছে
শহীদ হবে বেশ,
ছাড়বে দেখে শেষ।
বারুদ ভরা স্বপ্ন বুকে
স্বাধীন হবে দেশ রে,
স্বাধীন হবে দেশ।। ও মা .. ঘুচবে শাসন, ঘুচবে শোষণ
উঠবে আবার মাথা,
ইতিহাসের জন্মভূমি,
আন্দোলনে গাঁথা। দেশ জুড়ে মোর রক্তে লেখা
বীরশহীদের নাম,
ভুবন জোড়া জয়ধ্বনি
বন্দেমাতরম,
ভুবন জোড়া জয়ধ্বনি
বন্দেমাতরম। ..