আমি পারিনি বোঝাতে
তোমাকে আমার মনের ব্যথা তুমি তো বলেছো শুধু
তোমার সুখের কথা
তুমি তো বলেছো শুধু
তোমার সুখের কথা সে তারা ভরা রাতে
আমি পারিনি বোঝাতে
তোমাকে আমার মনের ব্যথা আমি অনেক পথ ঘুরে
ক্ষয়ে ক্ষয়ে অন্ধকারে
তোমার পথের দেখা পেয়েছি
আর হৃদয়ের মাঝে
তোমায় কাছে আমি চেয়েছি
আজ হলো না বলা
আমার না বলা কথা সে তারা ভরা রাতে
আমি পারিনি বোঝাতে
তোমাকে আমার মনের ব্যথা আমি অনেক ব্যথা সয়ে
ছলছল চোখের জলে
তোমার চলে যাওয়া দেখেছি
আর রাতের আঁধারে
মনের দুঃখে আমি কেঁদেছি
আজ হলো না বলা
আমার না বলা কথা সে তারা ভরা রাতে
আমি পারিনি বোঝাতে
তোমাকে আমার মনের ব্যথা তুমি তো বলেছো শুধু
তোমার সুখের কথা
তুমি তো বলেছো শুধু
তোমার সুখের কথা সে তারা ভরা রাতে
আমি পারিনি বোঝাতে
তোমাকে আমার মনের ব্যথা thanks for visit