• Sat. Jan 25th, 2025

Taray Taray|আমি তারায় তারায় রটিয়ে দেব|James|Nogor baul| bangla lyrics|

Bymelomasum

Sep 27, 2024
সুন্দরীতমা আমার
তুমি নীলিমার দিকে তাকিয়ে
বলতে পারো
এই আকাশ আমার

সুন্দরীতমা আমার
তুমি নীলিমার দিকে তাকিয়ে
বলতে পারো
এই আকাশ আমার

নীলাকাশ রবে নিরুত্তর
মানুষ আমি চেয়ে দেখ
নীলাকাশ রবে নিরুত্তর
যদি তুমি বলো আমি
একান্ত তোমার

Bhalobashbo Bashbo |ভালোবাসবো বাসবো রে বন্ধু|Habib|Bangla lyrics|

আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার

Camellia হাতে এই সন্ধ্যায়
ভালোবেসে যতখুশি
বলতে পারো
এই ফুল আমার

Camellia হাতে এই সন্ধ্যায়
ভালোবেসে যতখুশি
বলতে পারো
এই ফুল আমার

ফুল শুধু ছড়াবে সৌরভ
লজ্জায় বলবে না কিছুই
ফুল শুধু ছড়াবে সৌরভ
লজ্জায় বলবে না কিছুই
ফুল থাকবে নীরব

আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার
তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার

জোছনা লুটালে
তুমি অধিকার নিয়ে
বলতে পারো
এই জোছনা আমার

জোছনা লুটালে
তুমি অধিকার নিয়ে
বলতে পারো
এই জোছনা আমার

এই চাঁদ খুজবে না উত্তর
একবার যদি বলো
এই চাঁদ খুজবে না উত্তর
একবার যদি বলো আমাকে
আমি থাকবো না নির্বাক

আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার
তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার

আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *