তারে আমি চোখে দেখেনি
তার অনেক গল্প শুনেছি,
তারে আমি চোখে দেখেনি
তার অনেক গল্প শুনেছি
গল্প শুনে,
গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালবেসেছি।
তারে আমি চোখে দেখেনি। আসতে যেতে ছলকিয়া, যায়রে যৌবন,
আসতে যেতে ছলকিয়া, যায়রে যৌবন
বলতে পারে না তার ও বিবশ মন
ভালবাসার,
ভালবাসার ভাল কথা শুনে নাকি
শিহরিয়া যায় শুনেছি।
তারে আমি চোখে দেখেনি
তার অনেক গল্প শুনেছি
গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালবেসেছি। চোখেতে তার স্বপ্ন শুনি ভীড় করে থাকে,
চোখেতে তার স্বপ্ন শুনি ভীড় করে থাকে,
মরণ শুনেছি হাত ছানি দিয়া ডাকে
বিষের আবার, বিষের আবার ভাল মন্দ
ফিরে যখন আমি মরতে বসেছি।
তারে আমি চোখে দেখেনি
তার অনেক গল্প শুনেছি
গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালবেসেছি,
তারে আমি। TNX ALL