এখন খুব একা, এখন খুব একা,
তোমার গল্প জুড়ে, আমার স্মৃতিরা
এখন খুব একা, এখন খুব একা। তুমি দিয়েছিলে আমায় একগুচ্ছ গোলাপ
আর বলেছিলে আমার পাশেই রবে,
তুমি দিয়েছিলে আমায় একগুচ্ছ রোদ
আর বলেছিলে শুধুই আমার হবে। জানি যেথায় আছো বেশ ভালোই আছো
আমায় তো আর ভাবছো না,
জানি যেমন আছো বেশ ভালোই আছো
আমায় ভেবে আর হাসছো না। হয়তো দূর কোনো সবুজ অরণ্যে
সুখের দেশে স্বপ্ন উড়াও ..
মেঘের চাদরে, রৌদ্রের আদরে
আপন মনে গান গাও। অবাক মেঘে হঠাৎ বৃষ্টি গুলো
এখন আর নামে না, এখন আর নামে না,
শিশির ভেজা ঘাসে তোমার মায়া গুলো
এখন আর ডাকে না, এখন আর ডাকে না। তুমি দিয়েছিলে আমায় একগুচ্ছ গোলাপ
আর বলেছিলে আমার পাশেই রবে,
তুমি দিয়েছিলে আমায় একগুচ্ছ রোদ
আর বলেছিলে শুধুই আমার হবে। তোমার আকাশ জুড়ে, আমার স্বপ্নরা
এখন খুব একা, এখন খুব একা। TNX ALL