• Sat. Mar 15th, 2025

Tomar barir ronger melay|তোমার বাড়ির রঙ্গের মেলায়|Bappa mozumdar|Bangla lyrics|

Bymelomasum

Oct 17, 2024
তোমার বাড়ির রঙ্গের মেলায়

দেখেছিলাম বায়স্কোপ

বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা

বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা

ডাইনে তোমার চাচার বাড়ি

বায়ের দিকে পুকুরঘাট

সেই ভাবনায় বয়স আমার বাড়েনা

সেই ভাবনায় বয়স আমার বাড়েনা

তোমার বাড়ির রঙ্গের মেলায়

দেখেছিলাম বায়স্কোপ

বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা

বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা

ডাইনে তোমার চাচার বাড়ি

বায়ের দিকে পুকুরঘাট

Gari Chole Na Chole Na|গাড়ি চলে না চলে না|Abdul karim|Bappa mozumdar|Bangla lyrics

সেই ভাবনায় বয়স আমার বাড়েনা

সেই ভাবনায় বয়স আমার বাড়েনা

অন্তরে থাক পদ্ম-গোলাপ

গদ্যে-পদ্যে আঁকছি মুখ

অন্তরে থাক পদ্ম-গোলাপ

গদ্যে-পদ্যে আঁকছি মুখ

ঘুরতে ছিলাম রঙ্গের মেলায়

অপূর্ব সে তোমার চোখ

অমন পলক ফেলতে তো কেউ পারেনা

অমন পলক ফেলতে তো কেউ পারেনা

তোমার বাড়ির রঙ্গের মেলায়

দেখেছিলাম বায়স্কোপ

বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা

বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা

হঠাৎ তোমায় মন দিয়েছি

ফেরৎ চাইনি কোন দিন

হঠাৎ তোমায় মন দিয়েছি

ফেরৎ চাইনি কোন দিন

মন কি তোমার হাতের নাটাই

তোমার কাছে আমার ঋণ

মন হারালেও মনের মানুষ হারে না

মন হারালেও মনের মানুষ হারে না

তোমার বাড়ির রঙ্গের মেলায়

দেখেছিলাম বায়স্কোপ

বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা

বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা

ডাইনে তোমার চাচার বাড়ি

বায়ের দিকে পুকুরঘাট

সেই ভাবনায় বয়স আমার বাড়েনা

সেই ভাবনায় বয়স আমার বাড়েনা

তোমার বাড়ির রঙ্গের মেলায়

দেখেছিলাম বায়স্কোপ

বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা

বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *