আমার মরন যাত্রা যেদিন যাবে,
মরন যাত্রা যেদিন যাবে। তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো
শেষ দেখাটা দেখতে পাবে
মরন যাত্রা যেদিন যাবে। আমায় দেখতে তোমায় দেয়নি যারা
জানবে না যে কেউ তো তারা
আমি পাথর চোখের দৃষ্টি দিয়ে
দেখবো তোমায় বিভোর ভাবে
মরন যাত্রা যেদিন যাবে। তুমি ফুল ছুড়না উপর থেকে
একটু ফেলো দীর্ঘ নিঃশ্বাস
আমার শিওরে জলা ধুপের ধোঁয়ায়
ওটাই হবে সুখের বাতাস
তুমি ফুল ছুড়না উপর থেকে। যদি নতুন কোন জন্ম থাকে
পাবো দুজন দুজনাকে
সেদিন নতুন হয়ে আসবো কাছে
তখন তোমায় কে আটকাবে ?
মরন যাত্রা যেদিন যাবে।
তোমার বাড়ির সামনে দিয়ে
আমার মরন যাত্রা যেদিন যাবে,
মরন যাত্রা যেদিন যাবে।